ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

তৃতীয়বারের মত আয়োজিত হল ‘সর্বজয়া’

উদ্যোক্তা/ই-কমার্স ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১১ মার্চ ২০২৩  
তৃতীয়বারের মত আয়োজিত হল ‘সর্বজয়া’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জনপ্রিয় ফিমেল কমিউনিটি পপ অফ কালারের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত হয়েছে নারীদের নিয়ে সম্মেলন সর্বজয়া। শুক্রবার (১০ মার্চ) বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় ‘সমতন্ত্র’; নারীদের এগিয়ে যেতে সমতন্ত্র-এর গুরুত্ব ও সচেতনতা তৈরির লক্ষে তৃতীয়বারের মতো এই আয়োজন করেছে পপ অফ কালার।

দিনব্যাপী এই সম্মেলনে অংশগ্রহণ করেন বিভিন্ন খাতের দেড় শতাধিক নারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকর্ণ কুমার ঘোষ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আজিজুর নাহার।

অনুষ্ঠানে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের নিয়ে ৫টি সেশন অনুষ্ঠিত হয়। নারীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে আয়োজিত হয় মানসিক স্বাস্থ্য সেশন যেখানে বক্তা হিসেবে ছিলেন ইয়াহিয়া আমিন, প্রেসিডেন্ট, লাইফ স্প্রিং। আজকের রোদসী সেশনে বক্তব্য দেন কামরুনেসা মিরা ও নাফিসা তাসনিম। ঐশানির আলো সেশনে বক্তব্য রাখেন আবির রাজবিন ও পিয়া জান্নাতুল। 

সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতা তৈরির সেশনে বক্তব্য রাখেন নাসির উল্লাহ অভি, এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং মাহমুদা আফরোজ লাকী; এডিশনাল ডেপুটি পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নারীদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে বক্তব্য রাখেন মুনির হাসান, প্রতিষ্ঠাতা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। অনুষ্ঠানে ঐক্য এসএমই এর নতুন প্রজেক্ট মশাল এর উদ্বোধন করা হয়। পাশাপাশি পপ অফ কালারের সহ প্রতিষ্ঠানগুলোর ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে। 

সর্বজয়া সম্পর্কে আয়োজক পপ অফ কালারের প্রতিষ্ঠাতা টিঙ্কার জান্নাত মিম বলেন, নারীদের উন্নয়নই দেশের উন্নয়ন। তাই পুরুষের পাশাপাশি নারীদেরও সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন হওয়া দরকার। নারীদের উন্নয়নে নিশ্চিত করতে তাদের স্বাবলম্বী হওয়া খুবই গুরুত্বপূর্ণ। পপ অফ কালার একজন নারীকে স্বাবলম্বী হওয়ার জন্য সব ধরনের সকল সহায়তা করে থাকে। এই উদ্দেশ্য সফল করতে নারী দিবসের এই আয়োজন, যেখানে আমরা সফল নারীদের গল্প শুনি এবং নিজেদের ইনস্পায়ার করি, যারা পিছিয়ে আছে তাদের সামনে এগিয়ে নিয়ে আসার সাহায্য করি।

অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজন সহযোগী এবং অতিথিদের সম্মাননা দেয় পপ অফ কালার। সবশেষে কেক কাটার মধ্যে দিয়ে শেষ হয় পপ অফ কালার আয়োজিত মেগা ইভেন্ট সর্বজয়া-২০২৩।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়