ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

ববির হলে বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু মঙ্গলবার

ববি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১৩ মে ২০২৪   আপডেট: ১৭:১৭, ১৩ মে ২০২৪
ববির হলে বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শুরু মঙ্গলবার

প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে উদযাপিত হতে যাচ্ছে বৈশাখী নারী উদ্যোক্তা মেলা। আগামীকাল মঙ্গলবার (১৪ মে) দুই দিনব্যাপী এ উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হবে।

হলের ছাত্রীরা মেলায় বিভিন্ন ধরনের দোকানসহ নানা আয়োজনে অংশগ্রহণ করবেন। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বাঁধভাঙ্গা উল্লাস। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাকাডেমিক ফলাফলসহ সবকিছুত্রেই এ হলের ছাত্রীরা এগিয়ে। এজন্য উদ্যোক্তা মনোভাব সম্পন্ন ছাত্রীদের কথা হল প্রাধ্যক্ষ ড. হেনা রানী বিশ্বাস এ মেলার উদ্যোগ গ্রহণ করেন।

গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জারিন তাসনীম বলেন, সৃজনশীলতার অনন্য উদাহরণ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের মেয়েরা- এমনটা বললে খুব একটা ভুল হবে না। সবসময় নতুন চিন্তা এবং তা বাস্তবে রূপান্তর করতে সিদ্ধহস্ত তারা। কথায় আছে- যে রাধে, সে চুলও বাঁধে। বঙ্গমাতা হলের মেয়েরা ঠিক তেমন।

হলের শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেছে। মেলায় বিভিন্ন ধরনের দোকান থাকবে। খাবারের দোকানসহ শাড়ি, মাটির জিনিস, অলংকারসহ নানা পণ্যের দোকান নিয়ে বসবেন বিশ্ববিদ্যালয়ের নারী উদ্যোক্তারা। ভবিষ্যতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানসহ নানা আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বলেও জানান তারা।

/সাইফুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়