ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রাজধানীতে উদ্যোক্তাদের দুই দিনব্যাপী ‘আনন্দ উঠান’

উদ্যোক্তা/ই-কমার্স ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ১১ সেপ্টেম্বর ২০২৪  
রাজধানীতে উদ্যোক্তাদের দুই দিনব্যাপী ‘আনন্দ উঠান’

আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ মেলা ‘আনন্দ উঠান’। দুইদিনের এই মেলায় অংশ নিচ্ছে মোট ৩২টি প্রতিষ্ঠান। মেলায় অংশ নেওয়া দেশীয় উদ্যোক্তাদের কাছে মিলবে শাড়ি, গয়না, খাবার এবং হ্যান্ডলুম পণ্য, জুতা, গৃহস্থালী নানা পণ্য। 

শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। 

মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে 

পটের বিবি, শাড়িকথন, সুতলি, তেরো পার্বণ, ঋ, মল্লিকা, কালিন্দি, দেশী বুনন, গথিয়া, মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস, পোশাক বাই তানাস, নয়া, খুঁ‌ত, বাঙুরি, আরুনিকা, ক্যানভাস, এন’স কিচেন, বিজেন্স, তানিস বাংলাদেশ, আর্টেমিস, অন্দর, বোকা বাক্স, দয়ীতা, রঙধনু ক্রিয়েশনস, মিন্ডালা ডট এম, দীঘল, শখের ডিব্বা, আটকুঠুরি নয় দরজা, সম্পূর্ণা, চিয়ারি শেফ, দিশা’স রোডব্লক, পৌরাণিক এবং দুটি ডিক্লাটার কর্নার। 


 

/এনএইচ/


সর্বশেষ

পাঠকপ্রিয়