ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে ‘ব্র্যান্ডটক’
উদ্যোক্তা/ই-কমার্স ডেস্ক || রাইজিংবিডি.কম
অনুষ্ঠিত হল ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা ব্র্যান্ডটক ৫.০। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ-এর আয়োজনে শনিবার (২৩ নভেম্বর) ঢাকার দ্য ওয়েস্টিন হোটেলে আয়োজিত হয় মার্কেটিং পেশাজীবীদের এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে ২৫০-এর বেশি মার্কেটিং ও ব্র্যান্ডিং সেক্টরের পেশাজীবী ও উদ্যোক্তারা অংশ নেন। পঞ্চমবারের মত আয়োজিত অনুষ্ঠানের এ বছরের বিষয়বস্তু ছিল ‘স্টোরিজ অফ রিভাইভাল অ্যান্ড রাইজ’; যেখানে শীর্ষস্থানীয় বক্তারা ব্র্যান্ড ও ব্যবসায়িক কৌশল নিয়ে তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন।
ব্র্যান্ডটক ৫.০-তে সিএমও বাংলাদেশ পাবলিকেশন-এর প্রথম সংস্করণ উন্মোচন করা হয়, যা বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকাশনাটি মার্কেটিং পেশাজীবীদের জন্য নতুন দৃষ্টিভঙ্গি এবং কার্যকর কৌশল প্রয়োগের একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে।
ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মির্জা মুহাম্মদ ইলিয়াস বলেন, ‘‘ব্র্যান্ডটক ৫.০ শুধু একটি প্রোগ্রাম নয়, এটি একটি প্ল্যাটফর্ম যা আমাদের শিল্পের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে। আমি আমাদের স্পন্সর, সহযোগী এবং অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ব্র্যান্ডিং ও ব্যবসার ক্রমবর্ধমান পরিবর্তনের প্রেক্ষাপট আলোচনা করেন।
ঢাকা/এনএইচ