ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বশেমুরবিপ্রবিতে তরুণ উদ্যোক্তা উৎসব আয়োজিত  

বশেমুরবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:০১, ২৯ জানুয়ারি ২০২৫
বশেমুরবিপ্রবিতে তরুণ উদ্যোক্তা উৎসব আয়োজিত  

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগ উদ্যোক্তা উৎসবের আয়োজন করেছে। তরুণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তত্ত্বীয় লেখাপড়ার পাশাপাশি হাতে কলমে শিক্ষার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সকাল ১০টা থেকে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

এতে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় তারা উদ্যোক্তা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এছাড়া তরুণ উদ্যোক্তাদের সঙ্গে ব্যবসার বিষয়ে কথা বলেন।

অতিথিরা বলেন, “এ ধরনের অনুষ্ঠান তরুণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব ভূমিকা পালন করে। আমাদের দেশকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হওয়া প্রয়োজন। এমন একটি সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ আয়োজকদের।"

ঢাকা/রিশাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়