ঢাকা     মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঈদে ফিউশনধর্মী পোশাক এনেছে ‘খাদি বাই নুভিয়া’

রাশিদা খাতুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৯ মার্চ ২০২৫   আপডেট: ১২:৪৮, ৯ মার্চ ২০২৫
ঈদে ফিউশনধর্মী পোশাক এনেছে ‘খাদি বাই নুভিয়া’

ফাতেমা তুজ জোহরা নুভিয়া

শাড়ি কিংবা সালোয়ার কামিজের জমিনে ‍ফিউশনধর্মী মোটিফ ফুটিয়ে তুলতে পছন্দ করেন ‘খাদি বাই নুভিয়ার’ কর্ণধার ফাতেমা তুজ জোহরা নুভিয়া। ঈদ কালেকশন-২০২৫-এও এর ব্যতিক্রম ঘটেনি। এবারেও খাদি’র ঈদ কালেকশনে থাকছে শাড়ি এবং সালোয়ার কামিজ। নুভিয়া সাধারণত পোশাকের জমিন রাঙিয়ে তুলতে পছন্দ করেন। নিজের তৈরি পোশাকে ক্লায়েন্টদেরও রাঙিয়ে তুলতে চান।

নুভিয়া রাইজিংবিডিকে বলেন, ‘‘উৎসব সামনে রেখে রঙিন-রঙিন শাড়ি ও সালোয়ার কামিজ কালেকশনে রেখেছে খাদি বাই নুভিয়া। এর পাশাপাশি গরমে আরামের কথা চিন্তা করে কিছু স্মুদি কালার নিয়েও কাজ করেছি।’’

আরো পড়ুন:

শাড়িতে ফাতেমা তুজ জোহরা নুভিয়া

ফ্লোরাল, লোকজ ও পপ–আর্ট মোটিফের নান্দনিক উপস্থাপনার জন্য বিশেষভাবে পরিচিত ‘খাদি বাই নুভিয়া’। নামে খাদি হলেও শুধু খাদি নিয়ে কাজ করছেন না নুভিয়া। শুরুটা হয়েছিল খাদি কাপড় নিয়েই। তবে পোশাকের বৈচিত্রধর্মী নকশা ক্রেতাদের আকৃষ্ট করে। এরপর থেকে ক্রেতারা খাদি কাপড়ের পাশাপাশি অন্য ফেব্রিকের পোশাকের প্রতি চাহিদা দেখান। ক্রেতাদের চাহিদা বিবেচনায় নিয়ে খাদির পাশাপাশি সুতি ও লিলেন নিয়ে কাজ করা শুরু করেন নুভিয়া। এসব ফেব্রিকের পাশাপাশি এই ঈদে বিশেষ প্রাধান্য পাচ্ছে সিল্ক এবং মসলিন। খাদি বাই নুভিয়ার ঈদ কালেকশনের পোশাকে স্কিন প্রিন্ট থাকছে। এ ছাড়াও থাকছে ডিজিটাল প্রিন্ট।

সালোয়ার কামিজে রঙিন আবহ

নুভিয়া বলেন, ‘‘ডিজিটাল প্রিন্টের নকশা সুতি কাপড়ের জমিনে ফুটিয়ে তোলা কঠিন। ডিজিটাল প্রিন্ট  ফুটিয়ে তোলার জন্য সিল্ক এবং মসলিন কাপড় বেছে নিয়েছি। 

ফোক আর ঐতিহ্যগত যেসব জিনিসপত্র আছে এবং বাংলার প্রাকৃতিক দৃশ্য, ফুল, পাখি, লতা, পাতা এসব মোটিফ প্রিন্ট করে আধুনিক উপায়ে পোশাকের জমিনে ফুটিয়ে তুলেছেন।

ঐতিহ্যবাহী মোটিফের শাড়ি

খাদি বাই নুভিয়ার কুর্তি, সালোয়ার কামিদের দরদাম শুরু হয় ১০০০ টাকা থেকে। শাড়ির দাম ২০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ঈদের দিন কেমন পোশাক পরবেন এই ডিজাইনার? এই প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল রাইজিংবিডি। নুভিয়া বলেন, ‘‘আরামের কথা চিন্তা করে ঈদের দিন সকালে আমি সুতি ড্রেস পরবো। বিকালে একটি ফেস্টিভ লুক আনার জন্য মসলিন বা সিল্কের রঙিন কাপড় পরবো।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়