ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকার আকাশ মেঘলা, উত্তাপহীন সূর্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকার আকাশ মেঘলা, উত্তাপহীন সূর্য

ফাইল ফটো

বুধবার ঢাকায় সূর্যোদয়ের সময় ছিল ৬টা ৩৬ মিনিটে। কিন্তু ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। মেঘলা আকাশ আর হিমেল হাওয়া সকাল থেকেই রাজত্ব চালাতে থাকে। দিনের বিভিন্ন সময়ে মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও কিরণ ছিল উত্তাপহীন।

ঢাকা আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি কমার পাশাপাশি দিনের তাপমাত্রাও কমবে।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘স্বাভাবিকের চেয়ে ঢাকায় কুয়াশা বেশি পড়েছে। আগামী কয়েকদিন এ অবস্থা থাকতে পারে।’

এদিকে কুয়াশার পাশাপাশি ঢাকায় ঠাণ্ডা বাতাসের প্রকোপ দেখা যাচ্ছে। ফলে এ মৌসুমে আজই সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে বলে অনেকের দাবি।

আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, ‘তিনদিনের মধ্যে দেশের উত্তর পশ্চিমাঞ্চেলে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ কারণে ঠাণ্ডা বাতাস হচ্ছে।’

অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে।


ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়