ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

‘মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ড নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে’ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৩ জানুয়ারি ২০২৪  
‘মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ড নাশকতা কি না, খতিয়ে দেখা হচ্ছে’ 

ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, রাজধানীর তেজগাঁওয়ে মোল্লাবাড়ি বস্তির অগ্নিকাণ্ড দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত বস্তি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, এটি দুর্ঘটনা। কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। পাশাপাশি, এটি নাশকতা কি না, তাও আমরা খতিয়ে দেখছি। সেভাবেই তদন্ত সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানীতে কোনো ধরনের নাশকতা হতে দেওয়া হবে না। যারা নাশকতার সঙ্গে জড়িত, তাদের আমরা গ্রেপ্তার করে করছি। নাশকতার সঙ্গে যারা জড়িত, তাদের বিষয়ে নিবিড় নজরদারি অব্যাহত আছে। যারা নাশকতা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটাবে, মানুষের জান-মালের ক্ষতি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাতে তেজগাঁওয়ের মোল্লাবাড়ি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মা-শিশুর মৃত্যু হয়েছে।

মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়