ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

বন্যার তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম, ছুটি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০১, ২১ আগস্ট ২০২৪   আপডেট: ২৩:০৩, ২১ আগস্ট ২০২৪
বন্যার তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম, ছুটি বাতিল

দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোর বন্যা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরগুলো হতে সংগ্রহ করতে এবং পূর্বাভাস সংক্রান্ত সংবাদ প্রচার করতে কন্ট্রোল রুম খুলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি কর্মকর্তা এবং কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া মৌসুমি লঘুচাপ এবং ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা, ধলাই, মনু, খোয়াই, পূর্বাঞ্চলের গোমতী, মুহুরী ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, হালদা নদীগুলোর পানি  দ্রুত বৃদ্ধি পেয়ে নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কুমিল্লা জেলাগুলোর বিভিন্ন নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। এই বন্যাজনিত কারণে বুধবার (২১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) অর্থাৎ পানি ভবনের (লেভেল: ২, কক্ষ নং: ২১৪) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাপাউবো দফতরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একটি ‘কন্ট্রোল রুম’ খোলা হলো। এর সার্বিক দায়িত্বে থাকবেন এই দফতরের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান।

এতে আরও বলা হয়, এই কন্ট্রোল রুমের মাধ্যমে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চল অববাহিকার নদীগুলোর বন্যা পর্যবেক্ষণ ও তথ্য-উপাত্ত বাপাউবোর মাঠ পর্যায়ের দফতরগুলো হতে সংগ্রহ করা হবে এবং পূর্বাভাস সংক্রান্ত সংবাদ প্রচার করা হবে। সংশ্লিষ্ট জোনের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা এবং নির্বাহী প্রকৌশলীদের আকস্মিক বন্যাকালীন জরুরি তথ্যাদির বিষয়ে ই-মেইল বা ফোনের মাধ্যমে এই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। কন্ট্রোল রুমের মোবাইল নং- ০১৩৩১৮২৩৪৯৬২, ০১৭৬৫৪০৫৫৭৬, ০১৫৫৯৭২৮১৫৮ ও ০১৬৭৪৩৫৬২০৮। ই-মেইল [email protected], [email protected] I

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই দপ্তরের কর্মকর্তা বা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হলো।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়