বন্যাদুর্গতসহ বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টির পূর্বাভাস
মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় থাকায় আগামী তিন দিন বন্যাদুর্গতসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এসব তথ্য পাওয়া গেছে।
সংস্থাটি জানায়, শনিবার (২৪ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার (২৫ আগস্ট) সকাল ৯টা এবং পরের দিন সোমবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টিপাত ও তাপমাত্রার অবস্থা শনিবারের অনুরূপ থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পানিতে দক্ষিণাঞ্চলের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপৎসীমার কাছাকাছি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
/হাসান/এসআরপি/এসবি/