ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের শঙ্কা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:২০, ২ জানুয়ারি ২০২৫
জানুয়ারিতে একাধিক শৈত্যপ্রবাহের শঙ্কা

ফাইল ফটো

বছরের প্রথম দিন থেকেই সারা দেশে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত। এ পরিস্থিতি আগামী এক সপ্তাহ থাকতে পারে। এমনকি এবার পুরো জানুয়ারি মাসেই তাপমাত্রা কম থাকবে। এ মাসে তিন থেকে পাঁচটি শৈত্যপ্রবাহের আশঙ্কাও আছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।

শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশা রাজধানীবাসীর জীবনযাত্রাকে প্রভাবিত করছে। রাজধানীজুড়েই দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের আলোতেও কিছুটা দূরের জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। যদিও বেলা বাড়ার সঙ্গে অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে৷ তবে, ঠান্ডা অন্য সময়ের তুলনায় খানিকটা বেশি।

এদিকে, তাপমাত্রা নিয়ে খুব বেশি সুখবর দেয়নি আবহাওয়া অধিদপ্তর। বৃস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশে কোথাও কোথাও দিনে শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

তবে, বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা আরো কমতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

তিনি বলেন, “জানুয়ারি বাংলাদেশের শীতলতম মাস। এ সময় তাপমাত্রা অনেক কমে যায়। এ বছরও জানুয়ারিতে তাপমাত্রা কম থাকবে। হয়ত দুই-তিনটা মৃদু থেকে মাঝারি এবং এক-দুটি তীব্র শৈত্যপ্রবাহ চলে আসতে পারে। সেক্ষেত্রে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা ৪-৫ ডিগ্রিতেও নেমে যেতে পারে।”

আবহাওয়া বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। দুপুর পর্যন্ত পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়বে।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়