ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ইংল্যান্ডের বিরুদ্ধে উয়েফার অভিযোগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ৮ জুলাই ২০২১   আপডেট: ১৭:৫৩, ১১ জুলাই ২০২১
ইংল্যান্ডের বিরুদ্ধে উয়েফার অভিযোগ

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম মেতেছিল উৎসবে। গোটা ইংল্যান্ড জুড়ে ছিল উত্তেজনা। ডেনমার্ক-ইংল্যান্ডের সেমিফাইনাল শেষে আনন্দে মাতোয়ারা পুরো দেশ। ইউরোতে প্রথমবার ফাইনালে উঠেছে তারা। কিন্তু পরের দিনই উয়েফা ইংল্যান্ডের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনেছে।

হ্যারি কেইনের পেনাল্টি নেওয়ার সময় ডেনিশ গোলকিপার ক্যাস্পার শুমেইখেলের মুখে লেজার পয়েন্টার মারায় অভিযুক্ত করা হয়েছে ইংল্যান্ডকে। এছাড়া জাতীয় সঙ্গীতের সময় ব্যাঘাত ঘটানো এবং সমর্থকদের আতশবাজি ফোটানোর অভিযোগ আনা হয়।

ড্যামসগার্ডের ফ্রি কিক গোলে এগিয়ে যায় ডেনমার্ক। পরে সিমন কায়েরের আত্মঘাতী গোলে ইংল্যান্ড সমতায় ফেরে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। মাহলের ফাউলে রহিম স্টারলিং বক্সের মধ্যে ফাউল হলে পেনাল্টি পায় ইংল্যান্ড। পেনাল্টি শুমেইখেল রুখে দিলেও ফিরতি শটে গোল করেন ইংলিশ অধিনায়ক কেইন।

আরো পড়ুন:

আগামী রোববার লন্ডনের ওয়েম্বলিতে ইতালির বিপক্ষে ফাইনাল খেলবে ইংল্যান্ড। নিজেদের মাঠে এই আসরে অপরাজিত দলটি এখন প্রস্তুতি নিচ্ছে টানা ৩৩ ম্যাচ ধরে অজেয় ইতালিকে হারানোর।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়