ঢাকা     রোববার   ২৪ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

ইউরোতে ইতিহাসের পাতায় লুক শ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ১২ জুলাই ২০২১   আপডেট: ০৮:১১, ১২ জুলাই ২০২১
ইউরোতে ইতিহাসের পাতায় লুক শ

অ্যালান শিয়ারার ও গ্যারি লিনেকার চমকে গেলেন। ইংল্যান্ডের দুই কিংবদন্তিকে এমন হতবাক করেছেন লুক শ। ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে দ্রুততম গোল করেছেন ম্যানচেস্‌টার ইউনাইটেড ফুলব্যাক।

মাত্র ২ মিনিটের মধ্যে গোল করে ইতিহাসের পাতায় নাম লিখলেন শ। ম্যাচ ঘড়ির কাটা তখন ১ মিনিট ৫৭ সেকেন্ড। কিয়েরান ট্রিপিয়ারের ক্রস ধরে দূরের পোস্ট থেকে সমতাসূচক গোল করেন তিনি। তাতে যেন উল্লাসে ফেটে পড়েছিল ওয়েম্বলি।

ইংল্যান্ডের জার্সিতে এটা ছিল শয়ের প্রথম গোল। তার লক্ষ্যভেদী শটে এগিয়ে থেকে বিরতিতে যায় থ্রি লায়নরা।

আরো পড়ুন:

শয়ের রেকর্ড গড়া গোল দেখে মুগ্ধ শিয়ারার ও লিনেকার। টুইটারে শিয়ারার লিখেছেন, ‘আরে, কী গোল এটা। বাহ।’ লিনেকারের টুইট, ‘হে ঈশ্বর, তুমি কি শ!’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়