বইমেলায় ‘নিশিসুন্দরী’
সাংস্কৃতিক প্রতিবেদক : অমর একুশে বইমেলা ২০১৮ উপলক্ষে প্রকাশিত হয়েছে সালাহ উদ্দিন মাহমুদের গল্পগ্রন্থ ‘নিশিসুন্দরী’।
প্রকাশনা প্রতিষ্ঠান দোয়েল প্রকাশনী বইটি প্রকাশ করেছে। বইটির প্রচ্ছদ করেছেন ইসমাত জেরিন তৃষা। দাম রাখা হয়েছে ১৫০ টাকা। দোয়েল প্রকাশনীর ২৯৯ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি।
বইটি সম্পর্কে সালাহ উদ্দিন মাহমুদ বলেন, ‘নিশিসুন্দরীতে সমকালীন প্রেক্ষাপট, প্রেম, দাম্পত্য কলহ, গ্রামীণ জীবনযাত্রা নিয়ে ১০টি গল্প স্থান পেয়েছে।’
তিনি বলেন, ‘শুরুর দিকে কবিতা লিখলেও পরবর্তীতে গল্পে মনোনীবেশ করি। তাই প্রথম গল্পগ্রন্থ ‘সার্কাসসুন্দরী’ গত বইমেলায় প্রকাশিত হয়। তাতে ১৩টি গল্প স্থান পায়। বইটির মাধ্যমে পাঠকের ব্যাপক সাড়া পেয়েছি।
রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৮/অহ নওরোজ/সাইফ
রাইজিংবিডি.কম