ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বইমেলায় অদিতি ফাল্গুনীর ৫ বই

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় অদিতি ফাল্গুনীর ৫ বই

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) এসেছে কথাসাহিত‌্যিক ও অনুবাদক অদিতি ফাল্গুনীর পাঁচটি বই।

উপন্যাস ‘ক্রমাগত হত্যার সেরেনাদে’। বইটি আগামী ২১ ফেব্রুয়ারি থেকে মেলায় পাওয়া যাবে। প্রকাশিত হবে সংবেদ প্রকাশনী থেকে।

গল্পের বই ‘নেই রাজ্য নৈরাজ্য’। এটি প্রকাশ করছে পরাণকথা প্রকাশনী। এটি পাওয়া যাবে ১৫ ফেব্রুয়ারি থেকে।

প্রবন্ধ গ্রন্থ ‘খসড়া খাতা: নারীবাদী সাহিত্যতত্ত্ব ও বিবিধ প্রসঙ্গ’। এটি পুনমুর্দ্রিত হয়ে ‘পরাণকথা’ থেকে প্রকাশিত হয়েছে। পাওয়া যাচ্ছে লিটল ম্যাগ কর্ণারে পরাণকথার স্টলে।

‘চান্দ্রেয় আর্তনাদ: ফিলিস্তিনী কবিতা সংগ্রহ’ (অনুবাদ) মেলায় আসবে ১৬ ফেব্রুয়ারি থেকে। এটি প্রকাশ করছে কবি প্রকাশনী। এ গ্রন্থটিও পুনমুর্দ্রণ। এছাড়া ‘আমার জীবন: মার্ক শাগাল (অনুবাদ)’ আসবে কবি প্রকাশনী থেকে।

 

ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়