ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় এসেছে ‘বড়দের মাছমাংস’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় এসেছে ‘বড়দের মাছমাংস’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে কবি জাহিদ সোহাগের নতুন গল্পগ্রন্থ।

গ্রন্থটির নাম ‘বড়দের মাছমাংস’। গল্পগ্রন্থটি সম্পর্কে জাহিদ সোহাগ রাইজিংবিডিকে বলেন, ‘বড়দের মাছমাংস কেমন বই? প্রায়-গল্প, প্রায়-উপন্যাস, প্রায়-কবিতা এবং প্রায়-কিছুই না। গল্পগুলোর কোনোও নাম নেই। একটি মোটিফ দিয়ে কেবল পার্থক্য চিহ্নিত। শুরু নেই, শেষ নেই। অনেক অসম্পূর্ণ টুকরো টাকরো মিলে হয়ত গদ্যের ক্রোধ ছাড়া কিচ্ছু নেই।’

বইটি প্রকাশ করেছে অনুবাদ প্রকাশনী। এটির প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। দাম ১০০ টাকা। পেপারব্যাক গ্রন্থটি কাগজ প্রকাশনে (স্টল নম্বর ৬১৪-৬১৫) পাওয়া যাচ্ছে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়