ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গ্রন্থমেলায় মুর্শিদা জামানের ‘প্রিয় অমলতাস’

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় মুর্শিদা জামানের ‘প্রিয় অমলতাস’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে মুর্শিদা জামানের কাব্যগ্রন্থ ‘প্রিয় অমলতাস’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন।

কবি মুর্শিদা জামান রাইজিংবিডিকে বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে প্রকাশিত ও অপ্রকাশিত কবিতা নিয়েই প্রিয় অমলতাস বইটি সাজানো হয়েছে। বইটির প্রধান বিষয়বস্তু প্রেম ও প্রকৃতি।’

বইটির প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। সোহরাওয়ার্দী উদ্যানের ২৩১, ২৩২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ১৪০ টাকা।

ঝালকাঠির মেয়ে মুর্শিদা জামান বেড়ে উঠেছেন দক্ষিণ খুলনা শহরে। ২০১৬ সালে একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অদৃশ্য ছায়ার প্রজাপতি’। ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘মৃত্যুঞ্জয়ী মৃত্তিকা’।


ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়