ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় মাসুদুজ্জামানের ‘দূরের জানালা’

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৩ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় মাসুদুজ্জামানের ‘দূরের জানালা’

অমর একুশে গ্রন্থমেলায় (২০২০) প্রকাশিত হয়েছে কবি, অনুবাদক ও প্রাবন্ধিক মাসুদুজ্জামানের নতুন গ্রন্থ ‘দূরের জানালা’।

গ্রন্থটি সম্পর্কে মাসুদুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘দূরের জানালা’ সমকালীন বিশ্বসাহিত্যের ওপর আমার লেখা গদ্য সংকলন। এতে আছে ১৬টি প্রবন্ধ। যাদের ওপর আলোচনা আছে– মাহমুদ দারবিশ ও এডওয়ার্ড সাঈদ, এলফ্রেইদি ইয়েলিনেক, জাক দেরিদা, ওরহান পামুক, কোয়েতজি, চিনুয়া আচেবে, মনিকা আলী, য়োসা এবং জেমস জয়েস। এদের এক-একজনের ওপর আছে একাধিক প্রবন্ধ। এই নিয়ে মেলায় আমার দুটি বই এলো। আরো তিনটি বই আসার কথা রয়েছে।

‘দূরের জানালা’ পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরে পরান কথার স্টলে।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়