ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

মুস্তাফিজুর রহমানের নতুন বই ‘মানুষ মাশরাফি’

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫১, ১১ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুস্তাফিজুর রহমানের নতুন বই ‘মানুষ মাশরাফি’

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাহিত্যিক মুস্তাফিজুর রহমান নাহিদের নতুন বই ‘মানুষ মাশরাফি’। এটি বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফির জীবনীগ্রন্থ।

বইটি প্রকাশিত হয়েছে নজর প্রকাশ হতে। ইতিমধ্যে বইটি মেলায় সাড়া ফেলেছে। মাশরাফির ভক্তরা সাদরে বইটি গ্রহণ করছেন।

এ বিষয়ে লেখক মুস্তাফিজুর রহমান নাহিদ বলেন, গত বছর মেলায় আমার একটি গ্রন্থ ছিল যার নাম ‘মাশরাফির দেশে ক্রিকেটার ভূত’। এই বইটি ক্রয় করতে এসে সব শ্রেণির পাঠকের দাবি ছিল মাশরাফির বায়োগ্রাফি। অন্যদিকে, আমারও বহুদিনের ইচ্ছে ছিল তাকে নিয়ে কাজ করার। সেই জন্যই মাশরাফিকে নিয়ে এমন একটি গ্রন্থ লেখা।

বইটিতে মাশরাফির ছোটবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত  নানান ঘটনা স্থান পেয়েছে। বইটিতে এমন কিছু ঘটনার উল্লেখ আছে যা এর আগে অন্য কোথাও প্রকাশিত হয়নি। আশরা করি, এটি মাশরাফির ভক্তদের সংগ্রহে রাখার মতো একটি বই হবে।

সাত ফর্মার এই বইটির মুল্য রাখা হয়েছে ২৭৫ টাকা। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি চত্বরে ডিআরইউয়ের স্টলে। এছাড়া, সোহরাওয়ার্দী উদ্যানে আলীগড় লাইব্রেরির ৪০৯ এবং ৪১০ নং স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। 




রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৯/হাসান/রফিক

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়