গ্রন্থমেলায় হাসান অরিন্দমের ‘গলে পড়ছে সময়ের মোম’
ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৬:৩১, ২২ মার্চ ২০২১
আপডেট: ১৬:৪৯, ২২ মার্চ ২০২১
অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক হাসান অরিন্দমের গল্পগ্রন্থ ‘গলে পড়ছে সময়ের মোম’।
এটি লেখকের ৭ম গল্পগ্রন্থ। বইয়ের ৮টি গল্প বিশেষ একটি সূত্রে গাঁথা। লেখক এ রচনাসমূহে বাস্তবতার পরিসীমায় আবদ্ধ থাকেননি। এই জীবনের মধ্যে থেকে তিনি সন্ধান করেছেন অন্য এক জীবনের স্বরূপ। ভাবনা ও পরিপার্শ্বের স্বতন্ত্র রূপায়ণকে পাঠক জাদুবাস্তব বা পরাবাস্তব বলে চিহ্নিত করতে পারেন। গল্পগুলো বিষয়বস্তু ও প্রকাশভঙ্গি উভয় ক্ষেত্রেই লেখকের বিশেষত্ব নির্দেশ করে।
বইটির প্রকাশক বাংলানামা। প্রচ্ছদ এঁকেছেন আল নোমান। মূল্য ২০০ টাকা।
ঢাকা/শান্ত