ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

বাংলানামার বই কিনলে মিলবে উপহার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২২  
বাংলানামার বই কিনলে মিলবে উপহার

অমর একুশে বইমেলায় বাংলানামার স্টল থেকে যে কোনো বই কিনলেই প্রকাশকের পক্ষ থেকে সৌজন্য আরেকটি বই উপহার হিসেবে পাচ্ছেন ক্রেতারা। মেলার প্রথম দিন থেকে শুরু হওয়া এই অফার চলবে মেলার শেষ দিন পর্যন্ত।

বাংলানামার পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪২১ নম্বর স্টল থেকে বই কিনলে এই উপহার মিলবে।

বাংলানামার বিপণনকর্মী মেরিনা আক্তার বলেন, ‘আমাদের স্টলে নতুন-পুরনো শতাধিক বই রয়েছে। ক্রেতারা স্টল থেকে যে কোনো বই কিনলেই উপহার গ্যালারিতে রাখা যে কোনো একটি বই উপহার হিসেবে নেওয়ার সুযোগ রয়েছে।’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘১০০ টাকার বই কিনলে পাঠক ৪০০ টাকার বইও উপহার হিসেবে নিতে পারবেন। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই ক্যাম্পেইন চলবে।’

প্রকাশকের সৌজন্যে বই উপহার পেতে হলে বাংলানামার অফিসিয়াল ফেসবুকে পেজে লাইক-কমেন্টস করতে হবে। এরপর বিক্রয়কর্মীকে দেখানোর পর মিলবে পছন্দের বই উপহার।

বাংলানামার পরিচালক (মার্কেটিং ও বিপণন) আনিস খান বলেন, ‘আমাদের এই উদ্যোগের পেছনে কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। আমরা চাই পাঠক বই কিনুক, বইয়ের প্রতি তাদের প্রেম বাড়ুক। এ ছাড়া পাঠক তৈরির জন্য প্রকাশকের দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা বই উপহার দিচ্ছি।'

আনিস খান আরও বলেন, ‘আমরা মনে করি এতে পাঠকরা উৎসাহিত হবেন। আমরা চাই মেলায় বেশি বেশি পাঠকের সমাগম বাড়ুক।’

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়