বইমেলায় ‘বিমূর্ত সময়’
বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক মোরশেদুল আমিন শাহিনের বই ‘বিমূর্ত সময়’। বইটির প্রচ্ছদ করেছেন মিনতি রায়।
যাপিত জীবনের অন্তক্ষরণ, মোহ, মুগ্ধতা, বিস্ময়, বিদ্রোহ নিয়েই এই কাব্যগ্রন্থ। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স।
বইটি নিয়ে মোরশেদুল আমিন শাহিন বলেন, প্রমিথিউসের মতো প্রতিদিন ভাঙতে ভাঙতে নতুন করে শুরু। চূড়ান্তভাবে ভেঙে যাবার পরেও জীবন আবার উঠে দাঁড়ায়। দীর্ঘ খরা তাপদাহেও সজনে লতা নুয়ে পড়ে না। অতল বেদনা ও ভয়ানক বীভৎসতার অভিজ্ঞতা থেকেও আবার ঘুরে দাঁড়াতে পারি। অসংখ্য প্রতিকূলতা আর বিপর্যয়ের পাশে সতর্কতার দেয়াল তুলে ভালোবাসার অকুণ্ঠ প্রেরণা নিয়ে আবার উঠে দাঁড়াই।
তিনি আরও বলেন, জীবনের মানে নতুন করে গড়তে শিখি। প্রজাপতির মত সব অন্ধকার গিলে খেয়ে নতুন রঙের আবির ছড়িয়ে আলোকিত করি। অন্ধকারকে ঢেকে দিয়ে নতুন আলোয় প্রভাত নিয়ে আসি। এমনসব যাতনার কিছু পঙক্তি জীবন থেকে তুলে এনে জমিয়েছিলাম। যাপিত জীবনের অন্তক্ষরণ, মোহ, মুগ্ধতা,বিস্ময়,বিদ্রোহ নিয়েই এই কাব্যগ্রন্থ।
গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের দেশ পাবলিকেশন্স এর ৪১৭-৪১৯ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে ‘বিমূর্ত সময়’ বইটি। দাম ৫০০ টাকা।
/আসাদ/সাইফ/