ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

কাজী লাবণ্যের উপন্যাস ‘অনশ্রু ঈশ্বর’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:২১, ১ ফেব্রুয়ারি ২০২৪
কাজী লাবণ্যের উপন্যাস ‘অনশ্রু ঈশ্বর’

সামজিক জীবনচিত্র নিয়ে উপন্যাস লিখেছেন কাজী লাবণ্য। বইটি মেলায় এনেছে বিদ্যাপ্রকাশ।

সমাজের সবচেয়ে  উঁচু আর  সবচেয়ে নিচুতলার দুই নারীর  জীবন যুদ্ধ নিয়ে রচিত হয়েছে কাহিনি।  এসেছে হরিজন সম্প্রদায়ের জীবন যাপনের করুণচিত্র।

লেখক জানান, নানাবিধ উপেক্ষা, বিভাজন, বঞ্চনার মধ্য থেকে দুএকজন মানুষ সমাজের কদর্য চিত্রে আলো ফেলতে চায়। চায়, না-মানুষদেরকে অধিকার বা আলোর পথে আনতে। সেই চাওয়ার কাহিনিই কখনো কখনো ঢুকে পড়ে সিনেমা, নাটক কিংবা গল্প, উপন্যাসের ফ্রেমে।  সেই ফ্রেমের নাম, ‘অনশ্রু ঈশ্বর’।

আরো পড়ুন:

অনশ্রু ঈশ্বর বইটির দাম ৪০০ টাকা। বইমেলায় পাওয়া  যাচ্ছে বিদ্যা প্রকাশের স্টলে। এটির প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

লেখকের অন্যান্য গ্রন্থ: জোনাক বনে জ্যোৎস্না,  নাকছাবি, একজন মায়াবৃক্ষ,  আয়োলিতার পুরুষ, রাঙা গোধূলি,  বিষন্ন জলের কারিকা।

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়