বইমেলায় মারুফ হোসেনের ‘অলিতে গলিতে’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তরুণ চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের গল্পের বই ‘অলিতে গলিতে’। এটি তার প্রথম বই। প্রচ্ছদ করেছেন জুলিয়ান।
বইটি প্রকাশ করছে দুয়ার প্রকাশনী। এর মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৭০ টাকা। বইটি রকমারি ডটকমসহ বইমেলায় প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে পাওয়া যাবে।
লেখক মারুফ হোসেন সজীব বলেন, বইটি ১১টি ছোটগল্প নিয়ে সাজানো হয়েছে। শহরের অলিগলির ছোট ছোট গল্প নিয়ে সাজানো হয়েছে। গল্পে আছে প্রেম, সংসার, সমাজের বিভিন্ন ধরনের অবক্ষয়ের ছোটাছুটি। ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা প্রতিটি গল্পই আশা করি পাঠকদের ভালো লাগবে।
উল্লেখ্য, ‘বিলোপ’ নাটকের চিত্রনাট্যের জন্য মারুফ হোসেন পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার-২০২১ এবং দুই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নাট্যকার ও শ্রেষ্ঠ নাট্যপরিচালক হিসেবে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১।
ঢাকা/এনএইচ