ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

‘শিকারি ছায়া’একটি মনস্তাত্ত্বিক উপন্যাসিকা

নাঈম আলী  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪
‘শিকারি ছায়া’একটি মনস্তাত্ত্বিক উপন্যাসিকা

উপন্যাসিকাটি দুটো সময়কে উপস্থাপন করেছে-১৯৪৭ ও ১৯৮৮ সাল। দেশভাগ, সাম্প্রদায়িক বিদ্বেষ কিশোর ফরহাদের মনে এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলে। সেই বিদ্বেষকে সাথে নিয়ে কিশোর ফরহাদ বড় হয়ে ওঠে। কিন্তু ছেলেটির ভেতর কোথায় যেন একজন মানবিক ফরহাদ সুপ্ত হয়ে ছিল। সেই সুপ্ত ফরহাদ জেগে ওঠে। তার নিজের ভেতর শুরু হয় দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে বিপর্যস্ত হয়ে পড়ে ফরহাদ।

‘শিকারি ছায়া’ একটি মনস্তাত্ত্বিক উপন্যাসিকা। এবং উপন্যাসিকাটির বিষয় এখনো বিশেষভাবে প্রাসঙ্গিক। প্রথম থেকে টান টান উত্তেজনা নিয়ে উপন্যাসের কাহিনি এগিয়ে চলে।

বইটির ফ্ল্যাপে লেখা আছে-ফরহাদ স্যার ক্লাসে প্রবেশ করে দেখেন একজন নতুন ছাত্র। বছরের মাঝামাঝিতে এই নতুন ছাত্রটিকে দেখে স্যার ভয়ে কুঁকড়ে যান! আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্কুলে, বাড়িতে, বাহিরে সবখানে একটা অজানা ভয় ফরহাদ স্যারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখে। একটি ছায়া যেন স্যারকে অনুসরণ করছে সর্বক্ষণ। কেন এমনটা হচ্ছে? কী আছে এর পিছনের গল্প? স্কুলের সেই নতুন ছেলেটিই বা কে?

আরো পড়ুন:

শিকারি ছায়া: সোলায়মান সুমন
প্রকাশকাল: ফেব্রুয়ারি, ২০২৪
প্রকাশক: ভাষাপ্রকাশ
মূল্য: ২০০ টাকা

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়