ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

বইমেলায় নাজনীন তৌহিদের নতুন ২ বই

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৪ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় নাজনীন তৌহিদের নতুন ২ বই

অমর একুশে বইমেলায় (২০২৪) প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক নাজনীন তৌহিদের নতুন ২টি বই। একটি গল্পগ্রন্থ আর অন্যটি হচ্ছে শিশুসাহিত্য। বই দুটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানের ৪০ নম্বর স্টলে।

গল্পগ্রন্থ ‘গল্পেরা কথা বলে জোনাকির সাথে’ এবং শিশুসাহিত্য ‘দুষ্টু বাঘ ও দুঃখী ছানাপোনার গল্প বই দুটির প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী আসলাম আলি। দুটি গ্রন্থই প্রকাশ করেছে ভিন্নমাত্রা প্রকাশনী।

নাজনীন তৌহিদ কবিতা, ছোটগল্প, স্মৃতিকথা, ভ্রমণ বিষয়ক গল্প, উপন্যাস, নাটক, রম্য রচনা, রান্নার রেসিপি, ফিচার এবং কলাম লিখেছেন নিয়মিত। লেখালেখি ছাড়াও তিনি একজন আবৃত্তিকার ও চিত্রশিল্পী।

আরো পড়ুন:

তার লেখা শাল পিয়ালের বনে (ভ্রমণ), লাল বড়ুজান (উপন্যাস), কয়েদী নাম্বার ৬৬৬৬ (উপন্যাস), ঠিকানা কোথায় (গল্প গুচ্ছ), জন্ম থেকে জ্বলছি (গল্পগুচ্ছ) পিঞ্জর (কাব্যগ্রন্থ), শিশু কিশোরদের জন্য গল্পের ঝুড়ি,গপ্প সপ্প, ভূতো মামা সিরিজ এবং রান্নাবান্না বিষয়ক চাইনিজ রেসিপিসহ আরও কিছু গ্রন্থ পাওয়া যাবে ভিন্নমাত্রার ৪০ নম্বর স্টলে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়