বইমেলায় সালমা জাহান সনিয়ার ‘অলক্ষ্যে তুমি চোখের কাজল’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৮:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২৪
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সালমা জাহান সনিয়ার চতুর্থ কাব্যগ্রন্থ ‘অলক্ষ্যে তুমি চোখের কাজল’। ছয় ফর্মার বইটিতে রয়েছে ৮০টিরও বেশি কবিতা।
‘দূরবীন’ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন সাদিতুজ্জামান। মূল্য ৩০০ টাকা। মেলার কিংবদন্তী পাবলিকেশনের ৫৩৪, ৫৩৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, সালমা জাহান সনিয়া ইডেন মহিলা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। এর আগে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে— ‘নোনাজলে চাঁদের হাসি’, ‘সভ্যতার শেষ স্টেশন’ ও ‘এক রাতের পাণ্ডুলিপি’। এবারের মেলায়ও দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে তিনটি কাব্যগ্রন্থ পাওয়া যাবে।
ঢাকা/এনএইচ