বইমেলায় মেডিক্যাল থ্রিলার ‘সবিনয় নিবেদন এই যে’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আশীব ফেরদৌস অংকনের নতুন মেডিক্যাল থ্রিলার ‘সবিনয় নিবেদন এই যে’। পুরনো বইয়ের একটি লেখা থেকে কীভাবে পাল্টে যাচ্ছে ঢাবি ছাত্র শুভর জীবন— সে গল্প নিয়ে তৈরি হওয়া মেডিক্যাল থ্রিলারটি প্রকাশ করেছে শিখা প্রকাশনী।
প্রচ্ছদ করেছেন নূরানী জান্নাত ঐশী। ১২৮ পৃষ্ঠার বইটির মূল্য ৩৫০ টাকা। মেলার ৩০০-৩০৩ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
লেখক আশীব ফেরদৌস অংকন বলেছে, ‘কান্তার’র সাফল্যের পর চেয়েছি সেটার থেকে ভালো কিছু করার। সেই প্রচেষ্টার ফল ‘সবিনয় নিবেদন এই যে’। এটি একটি এক্সপেরিমেন্টাল কাজ। গল্পটি আশা করি মেডিক্যাল ও নন-মেডিক্যাল সবারই ভালো লাগবে।
উল্লেখ্য, আশীব ফেরদৌস অংকনের তৃতীয় বই এটি। এর আগের বইমেলায় ‘কান্তার’ ও ২০২২ সালে ‘সন্ধ্যাহীন’ প্রকাশ পেয়েছিল।
ঢাকা/এনএইচ