ঢাকা     রোববার   ০৭ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২৩ ১৪৩১

মেলায় কে এম সোহানের কাব্যগ্রন্থ ‘স্মৃতির জলছাপ’ 

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ৫ ফেব্রুয়ারি ২০২৪  
মেলায় কে এম সোহানের কাব্যগ্রন্থ ‘স্মৃতির জলছাপ’ 

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কে এম সোহানের নতুন কাব্যগ্রন্থ ‘স্মৃতির জলছাপ’। বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী, প্রচ্ছদ করেছেন ফারহান শিব্বির। 

তিন ফর্মার বইটির মূল্য ধরা হয়েছে ১৮০ টাকা। মেলায় ৩৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

কাব্যগ্রন্থের লেখক কে এম সোহান বলেন, আমি কবিতায় সাধারণ মানুষের কথা বলেছি। দীনহীন জীর্ণশীর্ণ পথিকের বেদনার্ত জীবনের কথা বলেছি। এই গ্রন্থে রয়েছে মোহ-দ্রোহ, মুক্তি। ‘স্মৃতির জলছাপ’ কাব্যগ্রন্থে আমি নোনাজল-মাখা পুরুষের অভিলাষ, স্বতঃস্ফূর্ত গোলাপ পাপড়ির মতো রাঙিয়ে তোলার চেষ্টা করেছি বাবা-মায়ের প্রীতি। 

উল্লেখ্য, ‘স্মৃতির জলছাপ’ কে এম সোহানের প্রথম কাব্যগ্রন্থ ও তৃতীয় বই। এর আগে, ধোঁয়াটে শহর (২০২২) ও ফাগুনের অপেক্ষায় (২০২৩) বইগুলো প্রকাশ হয়েছিল। 

ঢাকা/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়