ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

কবি ও দূর্বা সম্পাদক গাজী লতিফ স্মরণ 

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
কবি ও দূর্বা সম্পাদক গাজী লতিফ স্মরণ 

ছবি: রাইজিংবিডি

চলছে অমর একুশে বইমলো। বইমেলার তৃতীয় দিন (৩ ফেব্রুয়ারি) কবি ও ছোটকাগজ দূর্বা সম্পাদক গাজী লতিফ স্মরণে রাজধানীর কবিতাক্যাফেতে আয়োজন করা হয় ‘স্মরণকথন’।

বর্তমান সময়ের স্বনামধন্য ছয়টি ছোট কাগজ মৃদঙ্গ,  জলধি, দোআঁশ, স্বনন, কোরাস ও ব্যাটিংজোন এই আয়োজনের উদ্যোক্তা।

কবি ও সম্পাদক গাজী লতিফের প্রতি নিবেদিত এ এক অনন্য স্মরণসন্ধ্যা। সেদিন সকাল থেকেই একে একে আসতে শুরু করেন আয়োজকরা। রাজশাহী থেকে মৃদঙ্গ সম্পাদক কামরুল বাহার আরিফ, সিলেট থেকে ঢাকায় আসেন স্বনন সম্পাদক সুনীল শৈশব, কাকডাকা ভোরে বগুড়া থেকে রওনা দিয়ে মধ্য দুপুরে কবিতা ক্যাফেতে পৌঁছান দোআঁশ সম্পাদক ইসলাম রফিক, ব্যাটিংজোন সম্পাদক মাহফুজ রিপন, সঙ্গে ছিলেন জলধি সম্পাদক নাহিদা আশরাফী।

আরো পড়ুন:

সভাপতি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, প্রধান আলোচক ছিলেন কবি ফরিদ আহমেদ দুলাল।

গাজী লতিফের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন কবি ফারুক মাহমুদ, কবি গোলাম কিবরিয়া পিনু, কবি ও গবেষক তপন বাগচী, প্রাবন্ধিক মামুন মোস্তফা, কবি রোকেয়া ইসলাম, কবি গোলাম মোর্শেদ চন্দন, কথাসাহিত্যিক মনি হায়দার, লেখক শারফুদ্দিন আহমেদ, সিলেট থেকে আসা ভাস্কর সম্পাদক পুলিন রায়।

কবিতা পাঠে ছিলেন আবৃত্তিশিল্পী মনিরা মিঠি, কবি মাহমুদ পিন্টু ও গল্পকার রফিকুজ্জামান রনি,  কবি সজীব মোহাম্মদ আরিফ ও কবি হিরণ্য হারুন।

স্মরণ সন্ধ্যায় কবিকে উৎসর্গ করে কবিতা পাঠ হয়। উপস্থিত সবাই কবির সাথে কাটানো হিরন্ময় মুহূর্তকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তার কবিতার বই নিয়ে আলোচনা করা হয়। সবাই প্রস্তাব করেন কবি ও সম্পাদক গাজী লতিফকে নিয়ে একটি স্মারক গ্রন্থ করার। আয়োজকরা এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন। 

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়