ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

মেলায় জ্যোৎস্নালিপির দুই শিশুতোষ বই

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
মেলায় জ্যোৎস্নালিপির দুই শিশুতোষ বই

অমর একুশে বইমেলায় (২০২৪) জ্যোৎস্নালিপির দুই শিশুতোষ বই প্রকাশিত হয়েছে।

এ বিষয়ে জ্যোৎস্নালিপি বলেন, এবার আমার দুটি দুটি শিশুতোষ গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইমেলার পরিবেশ সম্পর্কে তিন বলেন, এককথায় চমৎকার।

বইমেলা সম্পর্কে জ্যোৎস্নালিপি বলেন, কোভিড নিয়ন্ত্রণের পর ২০২৩ সালের বইমেলা প্রাণ ফিরে পেয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় থাকার সঙ্গে সঙ্গে শুরু দিন থেকে বইমেলা যেভাবে পাঠকের উৎসাহ উদ্দীপনার কেন্দ্র হয়ে উঠেছে, তাতে করে দিন দিন সেটা জোয়ারে রূপ নেবে। পাঠকের ঢল নামবে। মেলার প্রাণ হচ্ছে পাঠক। আমরা তো পাঠকের জন্যই লিখি। এই বইমেলাটা হচ্ছে লেখক-পাঠকের মিলনমেলা। প্রতি বছর এই উদ্যান লেখক-পাঠকের  মিলনমেলায় মুখরিত হোক।

‌মুমি
লেখক: জ্যোৎস্নালিপি
বইয়ের ধরন: শিশুতোষ গল্প
প্রচ্ছদ: শাহীনুর আলম শাহীন
দাম: ২৫০ টাকা
প্রকাশক: কিডজ কারাভান
স্টল নম্বর: ৬২৫

ব্যাঙের পাঠশালা ও দেমাকি হাতি
লেখক: জ্যোৎস্নালিপি 
বইয়ের ধরন: শিশুতোষ গল্প
প্রচ্ছদ: আজিজুর রহমান
দাম: ২৫০
প্রকাশক: শিশু গ্রন্থকুটির
স্টল নম্বর: ৬৯১-৬৯২

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়