ঢাকা     রোববার   ২২ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৭ ১৪৩১

ফিরোজ হোসাইনের উপন্যাস ‘সুখ একটি বিজোড় সংখ্যা’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৪  
ফিরোজ হোসাইনের উপন্যাস ‘সুখ একটি বিজোড় সংখ্যা’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ফিরোজ হোসাইনের নতুন উপন্যাস ‘সুখ একটি বিজোড় সংখ্যা’। সমাজের বিভিন্ন অসঙ্গতি বিরুদ্ধে লিখেছেন লেখক। বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। প্রচ্ছদ করেছেন ফারিয়া তাবাচ্ছুম। 

৭২ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে ২৩০ টাকা। বইমেলায় দুয়ার প্রকাশনীর ৩৫৬ নম্বর স্টলে বইটি ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক মো. হৃদয় হোসেন জানান।

নতুন বই প্রকাশের বিষয়ে লেখক ফিরোজ হোসাইন জানান, সুখ-দুঃখ পাশাপাশি রেখে মানুষের জীবনে ভাবনা তুলে আনার চেষ্টা করেছি ‘সুখ একটি বিজোড় সংখ্যা’ উপন্যাসটিতে। সুখকে আমি যেভাবে বিজোড় হিসেবে উপস্থাপন করেছি, তার একটি ব্যাখ্যা বইয়ের কাভারের পেছনে তুলে ধরেছি। উষ্ণতা এলেই যেমন গাছের পাতা ঝরে পড়ে, ঠিক তেমনি দুঃখ এলেই হৃদয়ের যাপিত সুখ ঝরে পড়ে। তখন মানুষ হয়ে পড়েন একক অথবা এক সংখ্যাটির মত বিজোড়। আমার কাছে দুঃখ নীরব সুন্দর, আর সুখ বিজোড়।

উল্লেখ্য, ‘সুখ একটি বিজোড় সংখ্যা’ ফিরোজ হোসাইনের দ্বিতীয় উপন্যাস ও চতুর্থ বই। এর আগে, সরল মেয়ে (২০২১), কাঁচের ছবি (২০২২) ও আপনি, তুই কিংবা তুমি (২০২৩) বইগুলো মেলায় প্রকাশ পায়। 

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়