ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

বইমেলায় আবু ইউসুফের কাব্যগ্রন্থ ‘স্মৃতির জাফরানি রং’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় আবু ইউসুফের কাব্যগ্রন্থ ‘স্মৃতির জাফরানি রং’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে আবু ইউসুফের কাব্যগ্রন্থ ‘স্মৃতির জাফরানি রং’। বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। প্রচ্ছদ করেছেন সাহাদাত হোসেন। 

৬৪ পৃষ্ঠার বইটির মূল্য ধরা হয়েছে মাত্র ২২০ টাকা। বইমেলায় ৩৫৬ নম্বর স্টলে বইটি ২৫% ছাড়ে পাওয়া যাচ্ছে বলে প্রকাশক মো. হৃদয় হোসেন জানান।

আবু ইউসুফ জানান, প্রেম-বিরহের নিবিড় সম্মিলনে মন ও মননের এক অকৃত্রিম ক্ষুধা পরিতৃপ্ত করার চেষ্টা আমি করেছি। জীবন ও প্রেমকে একাকার করে শব্দের জাদুতে ফুটিয়ে তুলতে চেয়েছি প্রতিটি কবিতায়। 

উল্লেখ্য, ‘স্মৃতির জাফরানি রং’ আবু ইউসুফের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এর আগে, মায়ার কফিন ২০২৩ সালে দাঁড়িকমা প্রকাশনী থেকে প্রকাশিত হয়।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়