বইমেলায় প্রযুক্তি বিষয়ক ৪ বই
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
আইটিতে (ইনফরমেশন টেকনোলজি) ক্যারিয়ার করতে আগ্রহীদের সহায়তা করার লক্ষ্যে তিতাস সরকারের ৪টি বই মেলায় পাওয়া যাচ্ছে।
বইগুলো হলো: ক্যারিয়ার ইন আইটি, বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং, মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিটি এবং এথিক্যাল হ্যাকিং।
ক্যারিয়ার ইন আইটি বইটিতে আইটিতে কাজ করার সময় সবসময় আমরা যে সমস্যাগুলো সম্মুখীন হই সেগুলোর সমাধান দেওয়া রয়েছে, পাশাপাশি আইটির জব ইন্টারভিউ এর প্রশ্ন/উত্তর গুলো রয়েছে ।
‘বেসিক টু অ্যাডভান্সড নেটওয়ার্কিং’ বইয়ে বেসিক নেটওয়ার্কিংসহ সিসিএনএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়েছে।
‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং’ বইটি লেখা হয়েছে মাইক্রোটিক রাউটার কনফিগারেশন নিয়ে। পাশাপাশি কিভাবে আপনার নেটওয়ার্ককে সিকিউয়ার করবেন।
এছাড়া বর্তমান সময়ের আলোচিত বিষয় সাইবার নিরাপত্তা এবং হ্যাকিং নিয়ে তিতাস সরকার লিখেছেন ‘এথিক্যাল হ্যাকিং ও সিকিউরিটি’ বইটি। এ বইটিতে বিশেষভাবে ফোকাস করা হয়েছে সাইবার নিরাপত্তা ও সচেতনতার উপর।
বইগুলো নিয়ে তিতাস সরকার বলেন, বর্তমানে তরুণদের মাঝে আইটি পেশায় কাজের আগ্রহ বাড়ছে। তবে সঠিক দিক-নির্দেশনা না পাওয়ায় অনেকেই জানেন না কীভাবে শুরু করতে হবে। তাদের কথা মাথায় রেখেই এ বইগুলো লেখা হয়েছে।
আদর্শ প্রকাশনীর ১৩৫-১৩৮ নম্বর স্টল থেকে বইগুলো সংগ্রহ করা যাবে। এছাড়াও রকমারি ডটকম থেকেও বইগুলো সংগ্রহ করা যাবে।
/ফিরোজ/সাইফ/