মেলায় গণমাধ্যম বিষয়ক গ্রন্থ ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রনি রেজার গণমাধ্যম বিষয়ক গ্রন্থ ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’।
গ্রন্থটি সম্পর্কে রনি রেজা বলেন, সাংবাদিকতা পেশা নিয়ে বেশ ধূম্রজাল রয়েছে। কারো কাছে এটি প্রচুর টাকা উপার্জনের মাধ্যম। কারো দৃষ্টিতে সাংবাদিকতা কোনো পেশাই নয়, কেবল ক্ষমতা প্রদর্শনের মাধ্যম। আবার কেউ কেউ তো মনে করেন সাংবাদিকতা মানেই অন্যকে জিম্মি করে টাকা উপার্জন, এদের নির্দিষ্ট কোনো বেতন-ভাতা নেই। এসব ধূম্রজাল সাংবাদিকতা পেশাকে বিতর্কিত করে। অনেকে না বুঝেই বা নিজের মতো বুঝেই এ পেশার প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে যখন প্রত্যাশা আর প্রাপ্তির অমিল ঘটে তখনই হতাশা ভর করে। আর হতাশা থেকে একজন তরুণ সাংবাদিক অস্থির সিদ্ধান্ত নিতে পারে অথবা স্থির থাকলেও তার থেকে তখন আর পরিপূর্ণ কাজ পাওয়া সম্ভব হয় না। আর যদি এখানে কতটুকু শ্রম দিতে হবে, কী পরিমাণ ব্যস্ততা থাকতে হবে, কতটুকু ক্রিয়েটিভিটি থাকলে ভালো করা যাবে এবং এসবের বিপরীতে কী পরিমাণ প্রাপ্তি ঘটবে; এসব বিষয়ে স্পষ্ট ধারণা থাকতো তাহলে তিনি হতাশ হতেন না। তার কেবল চেষ্টা থাকতো কিভাবে সেরাটা দিয়ে নিজেকে এবং গণমাধ্যমকে এগিয়ে নেওয়া যায়। এসব চিন্তা থেকেই মূলত গ্রন্থটি রচিত। এর বাইরেও সাধারণ মানুষের গণমাধ্যম বা সাংবাদিকদের নিয়ে অনেক প্রশ্ন থাকে, কৌতুহল থাকে; তারাও তাদের চাওয়াগুলো জানতে পারবেন এই বইয়ের মাধ্যমে। তাই আমার চাওয়া-যিনি এ পেশায় আসবেন, জেনে-বুঝেই আসুক যে, এ পেশায় কতটুকু মধু আছে আর কতটুকু বিষ আছে। কোনো মোহ বা ভ্রান্তি থেকে নয়।
গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা
লেখক : রনি রেজা
প্রকাশন : ঘাসফুল (১৪৭-৪৮ নম্বর স্টল)
প্রচ্ছদ: শামীম আরেফীন
দাম : ২৩০ টাকা
/এসবি/