ঢাকা     শনিবার   ২১ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৬ ১৪৩১

বইমেলায় খান মুহাম্মদ রুমেলের দুই বই

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১১:১৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় খান মুহাম্মদ রুমেলের দুই বই

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে লেখক ও গণমাধ্যমকর্মী খান মুহাম্মদ রুমেলের দুটি বই। এর মধ্যে একটি কাব্যগ্রন্থ, অন্যটি গল্প সংকলন।

কাব্যগ্রন্থ ‘চোখের পল্লবে ঘুম নামে’ ১১৮টি কবিতা নিয়ে সাজানো। বইটির মুদ্রিত মূল্য ৩০০ টাকা। লেখক বইটি উৎসর্গ করেছেন আরেক লেখক ও সাহিত্যিক মনি হায়দারকে।

আর গল্পের বই ‘আমাদের চোখে মাকড়শা জাল বোনে’ সাহিত্যিক ও সাংবাদিক রেজানুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। আকর্ষণীয় ১২টি গল্প নিয়ে সাজানো এই বইয়েরও মুদ্রিত মূল্য ৩০০ টাকা।

বই দুটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। পাওয়া যাচ্ছে বইমেলার ২০ নং প্যাভিলিয়নে।

খান মুহাম্মদ রুমেল একটি বেসরকারি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর। সাংবাদিকতার বাইরেও গল্প, কবিতা ও কলাম লিখে কুড়িয়েছেন ব্যাপক সুনাম, পেয়েছেন স্বীকৃতি। ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে তার লেখা কলাম ‌‘রিপোর্টারের নোটখাতা’। এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তার লেখা ৮টি বই। কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘ঢাকা ব্যাংক আনন্দ আলো সাহিত্য পুরস্কার-২০২৩’ পেয়েছেন তিনি। এ ছাড়াও, ‘জুম বাংলা তরুণ কবি সম্মাননা’, ‘ক্র্যাব লেখক সম্মাননা’-সহ আরও কিছু পুরস্কারও পেয়েছেন রুমেল।

মেয়া/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়