মেলায় মাসউদ আহমাদের উপন্যাস ‘মুনিয়ার অসুখ’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
বিশ্ববিদ্যালয় পাস করা এক আশ্চর্য তরুণ ফাহাদ আবির, ঢাকা শহরে টিউশনি করে চলে। প্রতিকূল পরিবেশ ও সময়ের সঙ্গে লড়াই করে সে এগিয়ে যায়। মায়ের মৃত্যুতে গ্রাম যাওয়ার পর প্রেমিকা নাবিলা নিরুদ্দেশ। ভালো পরীক্ষা দিয়েও সে চাকরি পায় না। বয়স ফুরিয়ে যাচ্ছে। সে ক্রমশ সিজোফ্রেনিক ডিজঅর্ডারপর দিকে ধাবিত হয়। বাড়ি থেকে ফিরে অদ্ভুতভাবে দেখা হয় পূর্বপরিচিত মুনিয়ার সঙ্গ। মুনিয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র; নতুনভাবে দেখা হওয়ার পর ফাহাদের জীবন বদলে যায়। করোনাকালীন স্তব্ধ সময় ও ছন্দপতনের অভিঘাত নিয়ে গড়ে উঠেছে মাসউদ আহমাদের নতুন উপন্যাস ‘মুনিয়ার অসুখ’।
প্রেম, সম্পর্কের লাবণ্য ও আলো-অন্ধকারের আড়ালে এই উপন্যাসে বড় সত্য হয়ে খেলা করে সময়। বইমেলায় প্রথমার প্যাভিলিয়নে উপন্যাসটি পাওয়া যাচ্ছে।
মুনিয়ার অসুখ, উপন্যাস
লেখক : মাসউদ আহমাদ
প্রকাশক : প্রথমা
প্রচ্ছদ : মাসুক হেলাল ।
/এসবি/