বইমেলায় কুমার দীপের প্রবন্ধগ্রন্থ ‘নান্দনিক শামসুর রাহমান’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রকাশিত হয়েছে কবি-প্রাবন্ধিক-গল্পকার কুমার দীপের প্রবন্ধগ্রন্থ ‘নান্দনিক শামসুর রাহমান’। অমর একুশে বইমেলায় নৈঋতা ক্যাফের স্টলে পাওয়া যাচ্ছে বইটি।
‘নান্দনিক শামসুর রাহমান’ তথাকথিত কলাকৈবল্যবাদ দ্বারা প্রভাবিত কোনো প্রবন্ধসংকলন নয়। কবিতাকে ভালোবেসে, কবিতার সৌন্দর্যসুধার কাছে এসে, জৈবনান্দনিক মুগ্ধতায় অঙ্কিত কতিপয় প্রবন্ধ সমীক্ষণ। ‘নান্দনিক শামসুর রাহমান’-এ নির্বাচিত ১০টি প্রবন্ধের প্রথমটি কবিতার মৌলিক আলোচনা। বাকিগুলো শামসুর রাহমানের কবিমানস, তার কবিতায় প্রতিফলিত চিত্রকল্প, শব্দপ্রয়োগ ও ভাষানির্মিতি, সময়চেতনা, উপমা-উৎপ্রেক্ষা, পুরাণের ব্যবহার, ছন্দনৈপূণ্য এবং সার্বিক শিল্পমূল্যায়ন নির্ভর।
ঢাকা/রফিক