বইমেলায় জয়নুল টিটোর দুটি বই
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও পুলিশ কর্মকর্তা জয়নুল টিটোর দুটি গ্রন্থ। যার একটি গল্প সংকলন ‘হানিসাকার’, অন্যটি থ্রিলার উপন্যাস ‘পয়েন্ট ওয়াই’।
গল্প সংকলন ‘হানিসাকার’ প্রকাশ করেছে কথাপ্রকাশ। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানের প্যাভিলিয়ন ২১-এ বইটি পাওয়া যাচ্ছে।
থ্রিলার উপন্যাস ‘পয়েন্ট ওয়াই’ প্রকাশিত হয়েছে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে। এটি পাওয়া যাচ্ছে চন্দ্রবিন্দুর ২৩৯ নম্বর স্টলে। এটি লেখকের প্রথম লেখা থ্রিলার উপন্যাস।
আরও তিনটি গ্রন্থসহ লেখকের মোট ৫টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। যার মধ্যে তিনটি গল্পের বই, একটি থ্রিলার উপন্যাস ও একটি যৌথ কাব্যগ্রন্থ।
বইগুলো হচ্ছে- গল্প গ্রন্থ ‘বিউটিবোনে লাল পিঁপড়া’ (২০২১), কবিতার বই ‘সুখ গেছে বনবাসে’, ‘স্বপ্নরা নীল ঘুমে’ (২০২২), গল্পগ্রন্থ ‘খয়েরি কৌটোয় নীল বোতাম’ (২০২২)।
মেয়া/এনএইচ