ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বইমেলায় আহমাদ মাযহারের গ্রন্থ ‘স্মৃতিতে ও সান্নিধ্যে’

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ১৫ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় আহমাদ মাযহারের গ্রন্থ ‘স্মৃতিতে ও সান্নিধ্যে’

২৮ জন ব্যক্তি সম্পর্কে ছোট-বড় ২৮টি রচনার একটি নাতিবৃহৎ সংকলন এই ‘স্মৃতিতে ও সান্নিধ্যে’ গ্রন্থটি। সবগুলো রচনা সম্পূর্ণ একই চরিত্রের না হলেও কমবেশি ব্যক্তিগত স্মৃতিচারণা এসবের সাধারণ বৈশিষ্ট্য। রচনাগুলোর কোনো কোনোটি আঙ্গিকের দিক থেকে রচনাসাহিত্যের দিকে ঝুঁকে থাকে। রচনা ছোট হলেও আলোচ্য ব্যক্তিদের আকর তথ্যগুলো সন্নিবেশ করার চেষ্টা ছিল লেখকের।

এই বইয়ের রচনাগুলোর উপলক্ষ যে কয়জন ব্যক্তি, তাঁদের মধ্যে সর্বজ্যেষ্ঠ জনের জন্ম ১৯২৭ সাল আর সর্বশেষ জনের মৃত্যুর সময় ২০২২। অর্থাৎ জীবন-মৃত্যু মিলিয়ে সম্মিলিতভাবে তাঁদের জীবনের সময় ও পরিসর এক শ বছরের কাছাকাছি। 
এদিক থেকে দেখতে গেলে এই সময় ও পরিসরে বাংলাদেশের সামাজিক ও সাংস্কৃতিক রূপান্তর-অনুষঙ্গ আভাসিত এই রচনাগুলোয়। সঙ্গে এই কালের মানুষের মনোভঙ্গিরও কিছু চিহ্ন পাওয়া যেতে পারে। ফলে এই রচনাগুলো ব্যক্তির নিজস্ব সম্পর্কের বাইরে গিয়ে মহৎ হয়ে উঠেছে আলোচ্য ব্যক্তিদের জীবন-কর্ম।

স্মৃতিতে ও সান্নিধ্যে
লেখক: আহমাদ মাযহার
প্রকাশন: হাওলাদার প্রকাশনী
দাম: ৪০০ টাকা

/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়