অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
অমর একুশে বইমেলায় প্রকাশ হয়েছে কবি ও শিশুসাহিত্যিক অদ্বৈত মারুতের কাব্যগ্রন্থ ‘নীল অথই নির্জনতা’। বইটি প্রকাশ করেছে দশমিক। এটি পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরের ৭ নম্বর স্টলে।
কাব্যগ্রন্থটি প্রকাশ সম্পর্কে কবি অদ্বৈত মারুত বলেন, ‘নীল অথই নির্জনতা’র কবিতাগুলো অত্যন্ত গীতল।
গত শতাব্দীর নব্বইয়ের শতকের মাঝামাঝি সময় থেকে লিখে যাচ্ছেন অদ্বৈত মারুত। ছড়া লেখার মধ্য দিয়ে তার লেখালেখি শুরু। দীর্ঘদিন ধরে সম্পাদনা করে আসছেন ছড়াবিষয়ক ছোটকাগজ ‘পাঁপড়’। শিশুসাহিত্যের বাইরে কবিতায়ও অদ্বৈত মারুত স্বতঃফূর্ত। সাহিত্যে নতুন স্বর নির্মাণের প্রত্যয়ে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে তার তিনটি কাব্যগ্রন্থ। ‘নীল অথই নির্জনতা’ তার চতুর্থ কাব্যগ্রন্থ।
বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
/লিপি