ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

বইমেলায় ‘জল জোছনার গান’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:১১, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় ‘জল জোছনার গান’

অমর একুশে বইমেলার ১৬তম দিনে প্রকাশ হয়েছে শাহ মতিন টিপু’র দ্বিতীয় কবিতার বই ‘জল জোছনার গান’। বইটি প্রকাশ করেছে চন্দ্রছাপ। প্রচ্ছদ করেছেন মজনু বিশদ। মূল্য ২৮০ টাকা। কবি শাহ মতিন টিপু’র প্রথম ব্য ‘ছায়া ও ঘূণপোকা ’ প্রকাশিত হয়েছিল ২০০৯ সালের বইমেলায়।

কবি বলেন, কবিতা মানে মনের বুদবুদ ছাড়া আর কি? নানা রঙা কথার মঞ্জরি মানব মনে অহরহ দোল খায়। কবি মন সবার ভেতরেই বীজের মতো সুপ্ত হয়ে নিদ্রাচ্ছন্ন। একটু সার-জল, একটু পরিচর্যা কিংবা একটু প্রশ্রয় দিলে চারা গজায়। সে চারা যতন পেলে ডালপালা মেলে, ফুল-ফল হয়। 

শাহ মতিন টিপু ১৯৮৫ সালে সাংবাদিকতায় প্রবেশ করেন। তিনি ভোলার সন্তান। জন্ম ১৯৬৪ সালের ১৭ নভেম্বর। বাবা আলহাজ মোঃ জালাল আহাম্মদ, মা সিতারা বেগম। তার সার্টিফিকেট নাম মোঃ আঃ মতিন। লেখাপড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রাজুয়েশন। মাদ্রাসা  বোর্ডে স্নাতোকোত্তর। একসময় তিনি নাটক ও শিশু সংগঠনেও জড়িত ছিলেন। জড়িত ছিলেন লিটলম্যাগ আন্দোলনেও। এ সময় তার সম্পাদিত লিটলম্যাগ ছিল দ্বীপাঞ্চল, লালসূর্য, গাংচিল।  শাহ মতিন টিপু জাতীয় প্রেস ক্লাবের একজন স্থায়ী সদস্য। 

/লিপি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়