ঢাকা     রোববার   ২৯ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১৪ ১৪৩১

‘চোখ বিতরণ কর্মসূচি’ নিয়ে বইমেলায় হুমায়ূন শফিক

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
‘চোখ বিতরণ কর্মসূচি’ নিয়ে বইমেলায় হুমায়ূন শফিক

অমর একুশে বইমেলায় (২০২৪) প্রকাশিত হয়েছে হুমায়ূন শফিকের প্রথম গল্পগ্রন্থ ‘চোখ বিতরণ কর্মসূচি’ ।

গ্রন্থটি সম্পর্কে হুমায়ূন শফিক বলেন, গল্প লিখি অনেক আগে থেকে। তবে বই আকারে এত তাড়াতাড়ি প্রকাশ করবো ভাবিনি। মোট ১৪টি গল্প রয়েছে বইটিতে। কেউ কেউ গল্পগুলো বিভিন্ন পত্রিকায় পড়েছেন। বিভিন্ন মতামতও পেয়েছি। তবে আমার প্রথম গল্পগ্রন্থ হিসেবে বইটি নিয়ে কিছু বলা-ই যায়। গল্পগুলো মানুষের একাকীত্ব নিয়ে। মানুষের স্বপ্ন নিয়ে। মানুষেরা হারিয়ে ফেলছেন তাদেরকে, কর্পোরেট ব্যবসায়ীরা তাদেরকে বাধ্য করে দাস বানিয়ে ফেলছেন। এই গল্প তাদের নিয়ে। মানুষ ধীরে ধীরে হাসতে ভুলে যাচ্ছেন। কেন? আপনারা যে পানি খাচ্ছেন, সেই পানি কোথা থেকে আসছে জানেন? একটি চমৎকার বাড়ি হঠাৎ করে কেন ধ্বংস হয়ে যাচ্ছে? সেই প্রশ্ন কি করেছি কখনো? চার্লি চ্যাপলিনের কবর চুরির পরে কি ঘটনা ঘটে? ছোটবেলা লাল পিপড়া কালো পিপড়াদের কি মুসলমান পিপড়া আর হিন্দু পিপড়া বলতেন?
এইরকম গল্প রয়েছে গ্রন্থটিতে।

চোখ বিতরণ কর্মসূচি
লেখক: হুমায়ূন শফিক
প্রচ্ছদ: আরাফাত করিম 
প্রকাশক: প্রিন্টার্স লাইন

আরো পড়ুন:

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়