ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

বইমেলায় হুমায়রা স্যারনের ৩ হরর থ্রিলার বই

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ২০ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২২:২১, ২০ ফেব্রুয়ারি ২০২৪
বইমেলায় হুমায়রা স্যারনের ৩ হরর থ্রিলার বই

বইমেলায় পাওয়া যাচ্ছে তরুণ লেখিকা হুমায়রা স্যারনের তিনটি হরর থ্রিলার বই। বইগুলো হলো- ‘ব্র্যান্ড নিউ হেল’, ‘যে রাতে শয়তান আমাকে কাঁদিয়েছিল’ এবং ‘কয়েন’। বইগুলো বেশ রহস্যময় হওয়ায় থ্রিলার পাঠকদের আকর্ষণ তুঙ্গে রয়েছে।

তরুণ লেখিকা হুমায়রা স্যারনের বইগুলো পাওয়া যাচ্ছে আলাদা আলাদা স্টলে। এর মধ্যে ব্র্যান্ড নিউ হেল পাওয়া যাচ্ছে ৫৩০-৫৩৩ নং স্টলে, যে রাতে শয়তান আমাকে কাঁদিয়েছিল পাওয়া যাচ্ছে ১৩৫-১৩৮ নং স্টলে এবং  ১৫ নং প্যাভিলিয়নে যাওয়া যাচ্ছে কয়েন বইটি।

বইগুলোর প্রকাশকরা বলছেন, মূলত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ-তরুণীরা এ ধরনের বই। হরর থ্রিলার বই পছন্দ করছে বেশি।

উল্লেখ্য, হুমায়রা স্যারন চীনের নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক সম্পন্ন করেছেন। ছোটবেলায় ক্লাস ফাঁকি দিয়ে মায়ের অফিস লাইব্রেরিতে যেতেন। লাইব্রেরিতে বই পড়ার অভ্যাস সেখান থেকেই লেখালেখি শুরু। হুমায়রা স্যারনের প্রিয় লেখক জহির রায়হান, এডগার অ্যালান পো, এইচ পি লাভক্রাফ্‌ট, হেনরি রাইডার হ্যাগার্ড, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়