ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বইমেলা ২০২৪

সকাল ৮টায় দুয়ার খুললো আজ, চলবে রাত ৯টা পর্যন্ত

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ২১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১০:৫৬, ২১ ফেব্রুয়ারি ২০২৪
সকাল ৮টায় দুয়ার খুললো আজ, চলবে রাত ৯টা পর্যন্ত

ছবি: সংগৃহীত

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বইমেলা শুরু হয়েছে। চলবে রাত ৯টা পর্যন্ত।

এদিকে, একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন। বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

বাংলা একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

এছাড়া বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা-২০২৪। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।অমর একুশে বক্তৃতা দেবেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়