ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বইমেলায় প্রবন্ধগ্রন্থ ‘বাক্-স্বাধীনতার সীমারেখা’

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২২ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় প্রবন্ধগ্রন্থ ‘বাক্-স্বাধীনতার সীমারেখা’

বইমেলায় এলো মোহাম্মদ নূরুল হকের প্রবন্ধগ্রন্থ ‘বাক্-স্বাধীনতার সীমারেখা’।

বইটির প্রকাশক প্রতিকথা।প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ । দাম ২৫০ টাকা। বইমেলায় পাওয়া যাবে প্রতিকথার ৩৩০ নম্বর স্টলে।

বইটির ভূমিকায় লেখক বলেছেন, ‘আর দশজন নাগরিকের মতো লেখকও সামাজিক জীব। স্ব-স্ব সমাজ-রাষ্ট্রের প্রতি তার দায়িত্বও কম নয়। তাই সচেতন নাগরিক হিসেবে সমাজে নানা সঙ্গতি-অসঙ্গতি নিয়ে লেখককেও কথা বলতে হয়। আমিও এর ব্যতিক্রম নই। দুই যুগের কিছু বেশি সময় ধরে লিখে চলেছি গল্প-কবিতা-প্রবন্ধ। এই অর্থে নিজেকে লেখক বলে মনে করতে কোনো দোষ দেখি না।’

আরো পড়ুন:

লেখক আরও বলেছেন, ‘আর এই লেখক মনে করার কারণে সমাজ নিয়েও ভাবতে বাধ্য হই। সেই ভাবনা থেকে গত এক দশকে জাতীয় দৈনিক ও প্রথম শ্রেণির বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালে নিবন্ধ লিখেছি। এসব নিবন্ধে যেমন আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেছি, তেমনি ভাষা, সংস্কৃতি, সামাজিক সমস্যা ও রাজনীতি বিষয়েও কথা বলেছি।’  

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়