বইমেলায় ‘আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প’
ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম
অমর একুশে বইমেলায় (২০২৪) প্রকাশিত হয়েছে গল্পকার ও কথাসাহিত্যিক রুখসানা কাজলের অনুবাদে গল্পগ্রন্থ ‘আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প’।
গ্রন্থটি প্রকাশ করেছে গল্পকার প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ।
গ্রন্থটি সম্পর্কে রুখসানা কাজল বলেন, তিন বছরের পরিশ্রমের ফল এই গ্রন্থটি। আমি পেশাদার অনুবাদক নই। করোনাকালীন অবসাদ আর ভয় কাটাতে অনুবাদ করতে বসেছিলাম। সেই দুঃসময়ে গল্পকার পত্রিকায় প্রতি মাসে যে গল্পগুলো ছাপা হয়েছে সেগুলো নিয়েই এই বই। আশা করি পড়ুয়া পাঠকদের বইটি ভালো লাগবে। ধন্যবাদ গল্পকার প্রকাশনাকে।
আফগান নারী লেখকদের নির্বাচিত গল্প
অনুবাদ: রুখসানা কাজল
প্রচ্ছদ: সোহেল আশরাফ
প্রকাশন: গল্পকার প্রকাশন
দাম: ২৮০ টাকা
/এসবি/