ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বইমেলায় এলো কবীর আলমগীরের নতুন বই

ফাগুনের মলাট ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় এলো কবীর আলমগীরের নতুন বই

অমর একুশে বইমেলায় (২০২৪) প্রকাশিত হয়েছে কবি ও গবেষক কবীর আলমগীরের বই ‘ফ্যাসিবাদ: সাম্প্রতিক বিবেচনা’। 

বইটিতে রয়েছে ফ্যাসিবাদ কী, ফ্যাসিবাদের বিকাশ, ফ্যাসিবাদের বৈশিষ্ট্য, ইত্যাদি প্রসঙ্গে আলোচনা।এটি কবীর আলমগীরের বিশ্লেষণাত্মক বই।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘কোনো রাজনীতিক, কোনো সংস্থা কিংবা রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে সরাসরি ফ্যাসিবাদ বলে আখ্যা দেওয়া আমার উদ্দেশ্য না। আমি কেবল ফ্যাসিবাদের তত্ত্বগত বিষয় নিয়ে আলোচনা করেছি।’

আরো পড়ুন:

বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বাংলানামার ২১৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন গৌরব চন্দ।

কবীর আলমগীরের বইয়ের মধ্যে আরও রয়েছে, ‘আহমদ ছফার উপন্যাসে সমাজ ও রাজনীতি’, কবিতার বই ‘গহীন বুকে বিষের চারা’ প্রভৃতি।

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়