ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

বইমেলায় ‘ভালো রঙের মানুষ চাই’

ফাগুনের মলাট ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  
বইমেলায় ‘ভালো রঙের মানুষ চাই’

অমর একুশে বইমেলা ২০২৪ এ সমকালীন কথনমালা ‘ভালো রঙের মানুষ চাই’ প্রকাশ করেছে পুথিনিলয়। বইটি লিখেছেন বিনয় দত্ত। বইয়ের পৃষ্ঠা সংখ্যা ৯৬টি। এর মুদ্রিত মূল্য ৩০০ টাকা। এটি বইমেলায় পাওয়া যাচ্ছে ৩৪ নম্বর প্যাভিলিয়নে।

‘ভালো রঙের মানুষ চাই’ বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে লেখকের মন্তব্য, শুরু করেছিলাম সুবোধকে ঘরে ফেরানো দিয়ে, সুবোধ কি ফিরেছে? বুদ্ধিমান পাঠক এর উত্তর জানেন। আরোপিত নগরের বাসিন্দারা এখন কেমন আছেন? তাদের সংকট কি শেষ হয়েছে? অর্বাচীন, আহ্নিক গতিতে ছুটলেও তার আহ্নিক কি শেষ হয়েছে? প্রহসনে ভরা এক রাত্তির অবসান কবে হবে? এইরকম অসংখ্য প্রশ্ন, জানা-অজানার ভীড়ে জেগে থাকা কৌতূহল মেটাবে 'ভালো রঙের মানুষ চাই' গ্রন্থটি। এই কৌতূহল একার নয়, সামগ্রিক। এই শহর সুবোধদের, আরোপিত এই নগরে, অর্বাচীনের আহ্নিক, প্রহসনের এই রাত্তির— সমকালীন কথনমালার সিরিজের পঞ্চম বই এটি। এই সিরিজ টুকে রাখা কথামালার মতো, সমকালকে ধরে রাখার মতো। এই সমকাল এখন না হলেও পরবর্তীতে গবেষণার নতুন দৃষ্টিকোণ তৈরি করবে, উপাত্তে হিসেবে কাজে দেবে। সমকালীন কথনমালার এই সংযোজনে পাঠকদের আমন্ত্রণ। সচেতন পাঠক এবার নতুন কিছু জানবেন, ঋদ্ধ হবেন।  প্রতিদিনের দিনলিপিতে 'ভালো রঙের মানুষ চাই' আপনাদের ভাবাবে, প্রশ্ন করতে সাহায্য করবে নিশ্চিত।

এটি লেখকের সপ্তম বই। 

আরো পড়ুন:

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়