একুশে ফেব্রুয়ারি বইমেলা শুরু হবে সকাল ৭টায়

ছবি সংগৃহীত
অমর একুশে বইমেলার কার্যক্রম শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শুরু হবে সকাল ৭টায়। চলবে রাত ৯টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির জনসংযোগ বিভাগ থেকে এসব তথ্য জানানো হয়।
সংশ্লিষ্টরা জানান, শুক্রবার সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি হাসান হাফিজ। এছাড়া বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বক্তৃতা। স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অমর একুশে বক্তৃতা দেবেন অধ্যাপক আনু মুহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
ঢাকা/সাইফ